প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাচেষ্টা: দুলু

১৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৩:২৯

এবার বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর- ২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে। অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র ও নির্বাচন যা জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে তা বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা বিশ্বাস করি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার সকালে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির নেতৃবৃন্দ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য