জাপানে আবারও ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ফাইল ছবি
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ম্যাগনিটিউড ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে (০২:৪৪ জিএমটি) আওমোরি উপকূলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। জেএমএ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে।
এর মাত্র কয়েকদিন আগে একই এলাকায় ৭.৫ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পের পর সরকার হোক্কাইডো থেকে শুরু করে টোকিওর পূর্বদিকে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয়, কারণ এক সপ্তাহের মধ্যে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
নতুন এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে জেএমএ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র- আলজাজিরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য