কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন

১১ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯:১৮

এবার হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী আনাস বিন আতিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। ধর্ম উপদেষ্টা বিশ্ব বিজয়ী এ হাফেজের অভূতপূর্ব অর্জনের জন্য শুভেচ্ছাও জানান। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।

একই সঙ্গে ধর্মসচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আ. ছালাম খানও আনাসকে অভিনন্দন জানিয়েছেন। গত ৬ থেকে ১০ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক (১৪) প্রথম স্থান অধিকার করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এই প্রতিযোগিতায় মিশরের প্রতিযোগীদের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রথম স্থান অর্জন করায় আনাসকে ৬ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ১৭ লাখ) ও সনদপত্র প্রদান করা হয়।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাস বিন আতিককে গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কর্তৃক অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত করা হয়। আনাস বিন আতিক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য