বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে: এ্যানি
এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দেশে কেউ বেকার থাকবে না। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে, নতুন নতুন কর্মসংস্থান ও বিদেশে শ্রম বাজার সৃষ্টি করা হবে। আমাদের দেশ মাথা উচুঁ করে বিশ্বের দরবারে দাঁড়াবে।
বিএনপি’র যুগ্ম-মহাসচিব আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন করার মধ্যে দিয়ে এ দেশের গণ-মানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণ-মানুষের দল বলা হয়। এ সময় তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর ক্ষমতাকালীন মধ্যপ্রাচ্যে শ্রম বাজার সৃষ্টি করা হয়। এরপর সেটাতে আবারও হাহাকারে পড়ে যায়। পরে, বেগম খালেদা জিয়া সেখানে আবারও শ্রম বাজার সৃষ্টি করেন। এর ফলে মজবুত হয় দেশের অর্থনীতি।
এ্যানি বলেন, আজকের বেগম জিয়া একদিনে আপসহীন নেত্রী হননি, একদিনে তিনি দেশনেত্রী হননি। এর পেছনে অনেক ত্যাগ রয়েছে। এই অবস্থানে আসতে তাঁকে অনেক নির্যাতন, হামলা ও মামলা সহ্য করতে হয়েছে, তাঁকে কারাবরণও করতে হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সুস্থ্য হয়ে ফিরে আসবেন, সেটাই এখন সকলের প্রত্যশা।
বিএনপি নেতা এ্যানি আরো বলেন, খালেদা জিয়া বেঁচে থাকা মানে, বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা ও গণতন্ত্র শক্তিশালী হওয়া। তিনি বলেন, খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তিনি বিএনপির মনোবল ও সাহস। বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন, এটা আমাদের শক্তি। সে শক্তি ও মনোবল নিয়ে মাঠে কাজ করছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মা-বোনদের কাছে যেতে হবে, তাদেরকে বুঝাতে হবে। বর্তমান প্রজম্মের নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশ বদলে গেছে, এখন আর দেশ আগের জায়গায় নেই। তিনি আরও বলেন, বাসায় বসে আয় করার সুযোগ রয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে, নারীদের অধিকার নিশ্চিত করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য