প্রাণ খুলে ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামায়াত আমিরের
আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে দলটি। এই প্লাট ফর্মে প্রাণ খুলে মতামত দিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানা।
পোস্টে জামায়াত আমির লেখেন—আমি বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। এই ভালোবাসার দায়বোধ থেকেই আপনি প্রাণ খুলে জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হবেন। আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানতেই আমাদের এই আয়োজন। দুর্নীতিমুক্ত, জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ার আহবান জামায়াত আমিরেরদুর্নীতিমুক্ত, জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ার আহবান জামায়াত আমিরের
এর আগে আরেক পোস্টে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনি ইশতেহার। ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে। আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানতেই আমাদের এই আয়োজন।
এদিকে নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত ইসলামী। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য