শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ

দ্রুত বিয়ে হওয়ার ৫ টি আমল

১১ ডিসেম্বর, ২০২৫ ১২:১০:৫৪
ছবি: সংগৃহীত

ইসলামে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি ইবাদত। কেননা বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। এটি একটি সুন্নতি আলম। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক ও বিয়ে করার সামর্থ্য রাখে, তার জন্য বিয়ে করা ইমানি দায়িত্ব।

নবী কারিম (সা.) বলেছেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়।’ (বোখারি : ৫০৬৫, মুসলিম : ১৪০০) । এই হাদিস থেকেই বিয়ের ফজিলত সম্পর্কে ধারণা পাওয়া যায়।

দ্রুত বিয়ে হওয়ার ৫ টি গুরুত্বপূর্ণ আমল—

১. আল্লাহর গুণবাচক নাম পাঠ

প্রত্যহ ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে ৪০ বার হিসাবে ৪০ দিন পর্যন্ত আল্লাহর গুণবাচক নাম ‘ইয়া ফাত্তাহু’ পাঠ করা। এটি পাঠ করার সময় যুবকরা ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি চেপে ধরে, যুবতীরা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে পাঠ করবে।

২. বেশি সালাতুল হাজত নামাজ পড়ে

প্রত্যেক নামাজের পর এ দোয়াটি বেশি বেশি পড়তে হবে। নামাজের পর ছাড়াও পড়া যাবে। যে কোনো সময়ে যে কোনো জায়গায় পড়া যাবে। দোয়াটি-

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (সুরা ফুরকান, আয়াত: ৭৪)

উচ্চারণ : রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।

৩. সুরা কাসাসের এ আয়াত পাঠ করা

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ : ‘ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।’ (সুরা কাসাস, আয়াত:২৪)
হজরত মুসা (আ.) একাকিত্ব ও বিষণ্নতায় এ আয়াত পাঠ করতেন। দ্রুত বিয়ের ক্ষেত্রে আয়াতের আমলটি পাঠ করা যেতে পারে।

৪. সুরা তাওবার আয়াত তেলাওয়াত

فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ : ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।(সুরা তাওবা, আয়াত: ১২৯)
অর্থ : এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারও বন্দেগি নেই। আমি তারই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।

৫. সুরা ইয়াসিন পাঠ

সুরা ইয়াসিন বিয়েসংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর। এ সুরাটি পড়ার একটি বিশেষ আমল রয়েছে। সুরা ইয়াসিনে ৭টি মুবিন রয়েছে। ‘মুবিন’ শব্দ উচ্চারণের সময় শাহাদাত আঙুল দিয়ে সূর্যের দিকে ইশারা করতে হবে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে উঠে, তখন পশ্চিমমুখী হয়ে এ দোয়া পড়া উচিত। এ ছাড়াও দ্রুত বিয়ে হওয়ার জন্য প্রতিদিন ১১ বার সুরা দোহা পড়ার আমলও করা যেতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD