শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ

হজের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:১৫
ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে সৌদি আরবে যাওয়া এবং আসা বাবদ বিমান টিকেটের খরচ প্রায় ৫ হাজার টাকা সাশ্রয় হবে বলে মনে করছে রাজস্ব বিভাগ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, অবিলম্বে এই সুবিধা কার্যকর হবে ও আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা থাকবে। হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক মওকুফ করেছে।

সাধারণত বিমানের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেয়া হয়। বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD