চিকিৎসা গ্রহণ করছেন খালেদা জিয়া, বিদেশে নেয়ার বিষয়ে যা জানালেন ডা. জাহিদ
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদী বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
ডা. এ জেড এম জাহিদ বলেন, গত শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময় ফ্লাই করা অবস্থা না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি। কিন্তু মেডেকেল বোর্ড ও চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন। সেই মতো আমাদের চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন।
তিনি বলেন, খালেদা জিয়া যেন পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা পান সেই লক্ষ্যে এখানে রেখেই দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ মতো কাজ করা হচ্ছে। মেডিলে বোর্ডসহ আমরা সবাই খুবই আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্তিত করা যাবে এবং পরবর্তীতে তাকে বিদেশে স্থানান্তর করা হবে।
খালেদা জিয়াকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ডা. এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ যেভাবে দোয়া করছেন সেটা যেন অব্যহত থাকে সেই কামনা করছি আমরা।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন। একইসঙ্গে চিকিৎসার তদারকিও করছেন তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য