ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন- “দেশের ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো উপজেলা মডেল মসজিদটির। আজ গুরুদাসপুরবাসীর আনন্দের দিন। ১৬ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট এই মসজিদে সবাই নিয়মিত নামাজ পড়বেন। মুসল্লি না থাকলে এবং ইসলামিক কর্মকান্ড না চললে, মসজিদ থেকে লাভ নেই- এটা আমরা চাইনা। মসজিদের আবাদ করবেন সবাই।” বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে গুরুদাসপুর মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় মডেল মসজিদের প্রকল্প পরিচালক শহিদুল আলম, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মোতাহার হোসেন, প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, মনোরম পরিবেশে নবনির্মিত মসজিদে কনফারেন্স রুম ও অডিটরিয়াম আছে। আছে পুস্তুক বিক্রয় কেন্দ্রসহ বহুমাত্রিক সেবা ব্যবস্থা। ৫০ জন মহিলার নামাজের ব্যবস্থা রয়েছে।
প্রধান অতিথি বলেন, “দেশের সমস্ত জেলখানাতে কুরআন শিক্ষা ও নামাজ আদায়ের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে জেল থেকে ফিরে আসামীরা নিয়মিত নামাজ আদায় করেন এবং অন্যায় কর্মকান্ড থেকে বিরত থাকেন। ফিনল্যান্ড, ডেনমার্কসহ পৃথিবীর অনেক দেশে জেলখানা নেই। সেখানে চুরি-ডাকাতিও নেই। আসুন আমরা ভালো হয়ে যাই।”
নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “আমরা ঈমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছি। আজকালের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে। আশা করছি আপনার ভালো সরকার উপহার পাবেন।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য