প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

পদত্যাগের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১০ ডিসেম্বর ২০২৫, ৫:১২:১৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, তা এড়িয়ে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তার অধীন দুটি মন্ত্রণালয় থেকে গৃহীত বিভিন্ন কর্মাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্ট। তবে কোত্থেকে করব, কোন দল থেকে করব; সেটি পরবর্তী সময়ে জানানো হবে।’ তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।’

এদিকে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি–আসিফ মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই পদত্যাগের পরামর্শ দেয়া হয়েছিল। তবে সে সময় তারা আরও কিছু সময় চেয়েছিলেন। ওই সূত্র আরও জানায়, অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তখন সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সে ক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন।

সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপর্যায় এবং উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে একমত ছিলেন যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার সরকারে থাকা নীতিগতভাবে উচিত হবে না। তারা নির্বাচনে প্রার্থী হোন বা না হোন, তাদের পদত্যাগ করা প্রয়োজন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য