বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ণ

গত বছর ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছি, এবারও দিতে পারব: ধর্ম উপদেষ্টা

১০ ডিসেম্বর, ২০২৫ ৬:০০:৩৩

এবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তারা সবাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এখানে দুই নম্বরি সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি। আমি গত বছর আমি ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছি এবং এই বছরও ফেরত দিতে পারব।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালিদ হোসেন বলেন, ‘আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পড়ে, তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখোর পরিবেশে সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমেদ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, এ এম ইপতেখার মজিদ প্রমুখ। এর আগে ধর্ম উপদেষ্টা ১৮ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে জেলা মডেল মসজিদের উদ্বোধন করেন। পরে তিনি ১৪ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন। বিকেলে তিনি ১২ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে গুরুদাসপুর মডেল মসজিদের উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘এই মডেল মসজিদগুলোতে নারী ও পুরুষের নামাজের ব্যবস্থাসহ রয়েছে আধুনিক লা্‌ইব্রেরি ও কনফারেন্স রুম। কনফারেন্সরুমে শতাধিক মানুষ বসে ধর্মীয় আলোচনা করতে পারবেন। মুসলমানদের নামাজ আদায়ের পাশাপাশি ধর্ম সম্পর্কে যাতে সচেতন হতে পারে, এ কারণেই লাইব্রেরি ও সেমিনার হলের ব্যবস্থা রাখা হয়েছে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD