ইলিয়াস ও পিনাকিকে ওপেন চ্যালেঞ্জে দিলেন সাংবাদিক মাসুদ

১০ ডিসেম্বর ২০২৫, ৪:৩৬:৪৬

এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যকে সরাসরি ওপেন চ্যালেঞ্জে বসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট টিভি সাংবাদিক ও উপস্থাপক মাসুদ কামাল। তিনি বলেন, দেশের বাইরে বসে যারা প্রতিনিয়ত রাজনৈতিক বক্তব্য ও সমালোচনা ছড়িয়ে দিচ্ছেন, তারা চাইলে তার সঙ্গে সরাসরি যুক্তিযুক্ত আলোচনায় অংশ নিতে পারেন। তার বক্তব্যে তিনি বিশেষভাবে ইলিয়াস ও পিনাকীর নাম উল্লেখ করেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে অনলাইন অঙ্গনের দুই আলোচিত ব্যক্তিকে চ্যালেঞ্জে বসার আহ্বান জানান সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল অভিযোগ করেন, ইলিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেন, যা কোনোভাবেই ধর্মীয় বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। যদি কাউকে জিজ্ঞেস করেন,একজন মিনিমাম ইসলাম বুঝে এমন মানুষকেও—এ ধরনের ভাষা ইসলাম কীভাবে মেনে নেবে? একজন মানুষের ভেতরে কী ধারণা থাকলে এমন কথা বলতে পারে?

তিনি আরও মন্তব্য করেন, ইলিয়াস আগে সাংবাদিক ছিলেন বুঝে কিছু বক্তব্য তাকে লজ্জিত করে। পিনাকী ভট্টাচার্যের প্রসঙ্গে তিনি জানান, গত কিছুদিন আগে পিনাকী তার বিরুদ্ধে মানহানির অভিযোগে উকিল নোটিস পাঠিয়েছিলেন। উকিল নোটিস পাঠাইছে, আমি তো নোটিস ছিঁড়ে ফেলেছি। এতে কী হয়েছে? এসব আমি গুণী না। শেখ হাসিনাকে গুণী না, আর কার গুনব?

তার দাবি, বিদেশে বসে পিনাকী সহ অনেকেই দেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন, কিন্তু দেশের ভেতরে এসে মোকাবিলা করতে সাহস পান না। বিদেশ ভ্রমণের ছবি দেখিয়ে তাকে ‘অমুক দেশের এজেন্ট’ বলে প্রচারণা চালানো হচ্ছে।এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন,তিনি ছেলের পড়াশোনার কারণে ভারতে গিয়েছিলেন এবং স্ত্রী-সন্তানের সঙ্গে ব্যক্তিগত ভ্রমণ ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। এ ধরনের অভিযোগকে তিনি “রাস্তার কুকুরের ঘেউ ঘেউ” হিসেবে অভিহিত করে বলেন, প্রত্যেকটা কুকুরের ডাকে  উত্তর দিতে গেলে তো চলবে না।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, কিছু অনলাইন কর্মী আগের মতো জনগণকে আর প্রভাবিত করতে পারছেন না। আগে বলত অফিস ভাঙবে—কেউ যেত। এখন বলে সামরিক কু হচ্ছে,কেউ রাস্তায় নামে না। মানুষ বুঝে গেছে, এদের অন্য ধান্দা আছে। তার মতে, প্রকৃত বিতর্ক বা যুক্তিনির্ভর আলোচনায় আগ্রহ না দেখিয়ে বিদেশে বসে ভিডিও করে দেশ নিয়ে উসকানি ছড়ানো কোনো সাহসিকতা নয়। তিনি ইলিয়াস ও পিনাকীকে উদ্দেশ্য করে বলেন, “দেশে আসুক। ওপেন চ্যালেঞ্জে বসুক। দেখি, লজিক দিয়ে পারে কিনা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য