চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
এবার মোটা অংকের ঘুষ নেয়ার অপরাধে এক সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।
এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সালে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি চায়না সিটিক ফাইন্যানসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বাই তিয়ানহুই।
এ সময়ের মধ্যে অবৈধভাবে ১৫ কোটি ৬০ লাখ ডলার ঘুষ নেন তিনি। সরকারি উচ্চপদে থাকার সুযোগ নিয়ে অবৈধভাবে এই বিপুল অর্থ গ্রহণ করায় গেল বছরের মে মাসে তাকে মৃত্যুদন্ড দেন আদালত।
পরবর্তীতে সর্বোচ্চে আদালতে আপিল করলেও তা খারিজ হয় এবং তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি দমন অভিযান পরিচালনা করছে শি জিং পিং প্রশাসন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য