বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ

ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই: কক্সবাজার-৩ আসনের জামায়াত প্রার্থী

১০ ডিসেম্বর, ২০২৫ ১০:০০:০০

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার শুদ্ধ বাংলা হলো ‘এটাতো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হব কোন সন্দেহ নেই ইনশাআল্লাহ।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত— এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁহ উপজেলা’ নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ছড়িয়ে পড়া ‘ভাইরাল’ ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন তিনি। ফেসবুকে ‘রবিন খান’ নামের প্রোফাইলে পোস্টকৃত সেই ভিডিতে শহীদুল আলম বাহাদুরকে প্রশ্ন করা হয়, ‘এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়’।

মন্তব্যঘরে রবি নামে এক ব্যক্তি লিখেন, ‘যেই যা বলুক শুনবার টাইম নেই। আমি দাঁড়ি পাল্লায় নিয়ে পড়ে থাকব।’ ওসমান নয়ন নামে একজন লিখেছেন ‘জেগেছে যুবক জেগেছে ভোটার ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ইনশাআল্লাহ বিজয় হবে দাঁড়িপাল্লা।’ জামায়াত সমর্থকেরা ইতিবাচক সাড়া দিলেও শহিদুল আলম বাহাদুরের এমন জবাবে নেতিবাচক মন্তব্য আসছে প্রতিপক্ষ থেকে। মোস্তফা কামাল নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘সিল মারা হয়ে গেছে তা হলে আর এত প্রচারের কি আছে, এই কথা শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা করে জামাত।’ এছাড়াও ‘দাম্ভিকতার পতন হবে,তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’ বলে মন্তব্য করেন ফোরকান নিশো নামে এক ফেসবুক ব্যবহারকারী।

শহিদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি (ভিপি) ছিলেন। এ কারনে তাকে স্থানীয়রা ‘ভিপি বাহাদুর’ নামেও চিনেন। এছাড়াও তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ নামে জামায়াতের এই প্রার্থী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার শহরে গণ-দৌড় কর্মসূচির আয়োজন করেন। বাহাদুর বলেন, ‘ জনগণের সমর্থনে এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো এবং আমাদের অঙ্গীকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। নতুন বাংলাদেশ গড়ার জনগণের প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে আমাদের পদক্ষেপ হবে কার্যকর এবং সময়োপযোগী।

প্রসঙ্গত, এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে। ২০০৮ সালের নির্বাচনে কাজল ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন। গত ৩ নভেম্বর বিএনপি কাজলকে প্রার্থী ঘোষণা করলে শহীদুল আলম বাহাদুর তাকে অভিনন্দন জানিয়েছিলেন। প্রত্যুত্তরে কাজলও শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD