প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

দেশে কোটিপতির সংখ্যা বাড়ার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

১০ ডিসেম্বর ২০২৫, ১২:২৭:২৬

ছবি: সংগৃহীত

দেশে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে ঘরে লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়াকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই দীর্ঘদিন ধরে ঘরে টাকা লুকিয়ে রেখেছিলেন। বর্তমান পরিস্থিতিতে তারা সেই অর্থ ব্যাংকে জমা দিচ্ছেন। মানুষের হাতে টাকার সংকট রয়েছে— এটি অনেক ক্ষেত্রেই সত্য; তবে যারা সঞ্চয় করে রেখে দিয়েছিলেন, তারাই এখন ব্যাংকিং চ্যানেলে অর্থ ফিরিয়ে আনছেন।

এর আগে গত ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশের ব্যাংকিং খাতে কোটিপতির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। মার্চ থেকে জুন প্রান্তিকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৯৭৪টি। এরপর জুন থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে আরও ৭৩৪টি কোটিপতি অ্যাকাউন্ট যুক্ত হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট হিসাব ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। তিন মাসে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।

এ সময় ব্যাংকে আমানতও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। জুনে মোট আমানত ছিল ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে বৃদ্ধি পেয়ে হয়েছে ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত বেড়েছে ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন প্রান্তিকে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন হিসাব ছিল এক লাখ ২৭ হাজার ৩৩৬টি, যা সেপ্টেম্বর প্রান্তিকে বেড়ে হয়েছে এক লাখ ২৮ হাজার ৭০টি। মার্চ শেষে এই সংখ্যা ছিল এক লাখ ২১ হাজার ৩৬২টি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য