প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

বিস্ফোরক মন্তব্যের জেরে দল থেকে বাদ পড়লেন সালাহ

৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬:১৭

ছবি: সংগৃহীত

লিভারপুল ড্রেসিংরুমে মোহাম্মদ সালাহকে ঘিরে যে টানাপোড়েন চলছিল, এবার তার সরাসরি প্রভাব পড়ল দলের স্কোয়াডে। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে আজকের মঙ্গলবার (৯ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে মিশরীয় এই ফরোয়ার্ডকে।

লিভারপুলের সাফল্যের সঙ্গে সালাহ’র নাম ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই দলে তার এমন অনুপস্থিতি অনেকটাই অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু মৌসুমের শুরুতেই হঠাৎ ছন্দ হারানো, লিগে ১৯ ম্যাচে মাত্র ৫ গোল এবং এরপর টানা তিন ম্যাচ মূল একাদশের বাইরে থাকার কারণে পরিস্থিতি দ্রুত জটিলতার দিকে মোড় নেয়।

লিভারপুলের ড্রেসিংরুমের পরিবেশ আর আগের মতো নেই, এই বিষয়টি প্রকাশ্যে আসে লিডসের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর। টানা তিন ম্যাচ বেঞ্চে বসে থাকার পর লিডসের বিপক্ষে ম্যাচের পর সালাহ এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে, আমাকে দলে বলির পাঁঠা বানানো হচ্ছে।

সালাহ তার ক্ষোভ প্রকাশ করে বলেন,‘দলের খারাপ পারফরম্যান্সের দায় আমার ওপর চাপানো হচ্ছে। এত বছর ধরে এই ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি, বিশেষ করে গত মৌসুমে। এখন আমি বেঞ্চে বসে আছি, আর আমি জানিও না কেন। দলের কেউ একজন চায় না আমি ক্লাবে থাকি।’ মূলত এই মন্তব্যের জেরেই কোচ আর্নে স্লটের সঙ্গে সালাহ’র সম্পর্কে নতুন করে চরম টানাপোড়েন শুরু হয়।

সালাহ প্রকাশ্যে স্বীকার করেছেন যে কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক আগের মতো নেই। পরিস্থিতি কতটা গুরুতর, তা বোঝা যায় সতীর্থ অ্যালিসন এবং সাবেক ইংলিশ তারকা ফুটবলার রুনি’র মন্তব্যেও। রুনি মনে করেন, সালাহ নিজের সুনামেই আঘাত করেছেন। যখন ক্লাবের ভেতরে-বাইরে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই ইন্টার মিলান ম্যাচের স্কোয়াড থেকে সালাহ’র বাদ পড়ার ঘোষণা আসে।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লট স্পষ্ট করে জানান, দলের প্রস্তুতিই তার প্রধান বিবেচ্য বিষয় ছিল। তাই সালাহকে বাইরে রাখা হয়েছে। তবে তিনি বলেন, ভবিষ্যতের জন্য দরজা পুরোপুরি বন্ধ নয় এবং পরিস্থিতি ম্যাচ শেষে আবার পর্যালোচনা করা হবে। সালাহ কেন এমন মন্তব্য করেছেন, সেই ব্যাখ্যা দেয়া তার দায়িত্ব নয় বলেও স্লট মন্তব্য করেন।

ইএসপিএনের সূত্রমতে, কোচ ও ফুটবলারের কথোপকথনের পরই লিভারপুল সিদ্ধান্ত নেয় যে, কিছু সময়ের জন্য সালাহকে দল থেকে দূরে রাখাই সবার জন্য ভালো। তবে ক্লাব এটিকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখছে না। পরিস্থিতি শান্ত হলে পুনরায় আলোচনার টেবিলে ফেরা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য