‘খালেদা জিয়ার কিছু হলে দেশটার কী হবে, কারো কি চিন্তা আছে’
এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের তারা প্রতীকের প্রার্থী তানিয়া রব বলেছেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। এই ভদ্র মহিলার কিছু যদি ঘটে যায়, বাংলাদেশটার কী হবে? কারো কি এ বিষয় নিয়ে কোন চিন্তা আছে? একটু কিন্তু ভেবে দেখবেন। খুবতো লাফাচ্ছেন আপনারা। এগুলো দিয়ে কাজ হবে না।’
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তানিয়া রব বলেন, ‘আজকে এই নামটি (খালেদা জিয়া) বলতে গেলে মনটি কাতর হয়ে যায়। মৃত্যুশয্যায়, প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে। আমরা দোয়া করছি, আবেগাপ্লুত হচ্ছি। তার ছোট ছোট ভিডিওগুলো দেখি আর ভাবি কত বড় এবং কত ত্যাগী মানুষ। আমরা অনেকদিন ধরে সংস্কারের কথা, অংশীদারিত্বের কথা বলছি। অনেকদিন ধরে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের কথা বলছি। সেই পথে হাঁটছি না, হাঁটছি আমরা বাঁকা পথে। বাঁকা পথে হেঁটে আমরা মানুষকে সুশাসন দিতে চাই।’
তিনি বলেন, ফ্যাসিস্ট তাড়িয়েছি আমরা। যুগপথ আন্দোলন করেছি আমরা। আজকে কি হল, কিসের জন্য বাধা দেওয়া হচ্ছে? আমরা সভা করব না? মানুষ জনসভায় আসবে না? পদে পদে কেন বাধা দেওয়া হবে। কি চান? আমাদের অফিস ভাঙচুর করেছেন, মা-বোনদের গায়ে হাত তুলেছেন। প্রকাশ্যে বিচার হবে। একজন রাজনৈতিক কর্মীর গায়ে হাত তুলতে আপনাদের হাত কাঁপে না? নিজেদের অফিসে বেগম খালেদা জিয়ার ছবি ওলটে পালটে রেখে অন্য দলের দোষ দিচ্ছেন। পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করছেন। এটার জন্য বুঝি ৫ আগস্ট হয়েছে? আমরা জালিমকে তাড়িয়েছি, জুলুম থেকে মুক্তি পাইনি। এতো বাধা সত্ত্বেও প্রত্যেকটি মানুষ চেষ্টা করেছে সভাস্থলে আসতে। তেমনি করে প্রত্যেকটি লড়াইয়ে আমরা এগিয়ে যাব।’
জেসডি’র রামগতি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অবিভক্ত রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ ও জেএসডি’র রামগতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।
প্রসঙ্গত, তানিয়া রব সাবেক সংসদ সদস্য জেএসডির সভাপতি স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রবের সহধর্মীনি। তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির জোটের মনোনয়ন প্রত্যাশী। উল্লেখ্য, তানিয়া রবের নির্বাচনী সভায় আসার পথে নেতাকর্মীদের ওপর বিএনপি নেতা ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবিএম আশরাফ উদ্দিন নিজানের লোকজন হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য