ভেঙে ফেলা মূল বারবি মসজিদের ইট হুমায়ুনের হাতে তুলে দেবেন সাবেক সিআরপিএফ সদস্য
এবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বারবি মসজিদের আদলে নির্মিত হতে চলা নতুন মসজিদের জন্য শতাব্দীপ্রাচীন বারবি মসজিদের ধ্বংসস্তূপ থেকে আনা একটি ইট দান করার ঘোষণা দিয়েছেন এক মানবাধিকারকর্মী। আলাউদ্দিন খান নামের ওই মানবাধিকারকর্মী দাবি করছেন, ১৯৯২ সালে বারবি মসজিদ ধ্বংসের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং স্মৃতি হিসেবে সেখান থেকে একটি ইট সংগ্রহ করে এনেছিলেন।
ইট সংগ্রহের ইতিহাস বর্ণনায় দেওয়াল বক্তব্যে জানান, ১৯৯২ সালের ওই দিনের কথা তিনি ভুলতে পারেন না। তখন তিনি মানবাধিকার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেই দিন তাদের ওপর কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের মাঠে নামানো হয়।
আলাউদ্দিন খান বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি মসজিদটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একটি ইট দেখেই আমি সেটি ব্যাগে তুলে নিই। এরপর দীর্ঘদিন ধরে সেই ইটটি তার গ্রামের একটি মসজিদে সংরক্ষিত ছিল বলেও তিনি উল্লেখ করেন।
নতুন মসজিদে ঐতিহাসিক সংযোগ সংরক্ষণ করতে মুর্শিদাবাদের বেলডাঙায় বারবি মসজিদের আদলে একটি বিশাল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি সংস্থা। এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আলাউদ্দিন খান এখন সেই সংগ্রহিত ইটটি স্থাপন করার হাতে তুলে দিতে চান, যাতে নতুন এই মসজিদে মূল বারবি মসজিদের একটি অংশ সংরক্ষিত থাকে। তিনি বলেন, আমি এই ইটটি নতুন বারবি মসজিদের জন্য মুক্তহস্তে দান করতে চাই। আমার বিশ্বাস, এটি অত্যন্ত পূণ্যের কাজ হবে। তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য