‘বাবরি মসজিদ’ নির্মাণে ১ম দিনেই ব্যাংকের লিমিট ক্রস

৮ ডিসেম্বর ২০২৫, ৫:১৬:৪৫

এবার মুর্শিদাবাদের রেজিনগরে বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অনুদানের ঢল নেমেছে। মসজিদ নির্মাণে মানুষের ঢল। দেল বেঁধে মাথায় করে ইট আনছেন স্থানীয়রা। গত শনিবার থেকেই মসজিদ নির্মাণে অনুদান গ্রহণ শুরু হয়।

গত শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাময়িক বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবীর। সেদিন থেকেই অনলাইনে ও নগদ অর্থে অনুদান গ্রহণ শুরু হয়।

এদিকে অনুদানের পরিমাণ এত দ্রুত বাড়তে থাকায় তিনি ঘোষণা দেন, ‘এসবিআই অ্যাকাউন্টের লিমিট ট্রাস্ট ক্রস করেছে, এখন আর টাকা নেওয়া যাবে না। যারা দান করবেন, দয়া করে দানবাক্স বা কাউন্টারে দান করুন।’

তিনি আরও বলেন, এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল, সেটি ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা অ্যাকাউন্টে টাকা আর গ্রহণ করতে পারছেন না। যারা দান করবেন আগামীকাল থেকে আবার অনুদান দিতে পারবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য