ফুয়াদ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় বরিশাল যাবো ইনশাআল্লাহ: হাদী
এবার ব্যারিস্টার ফুয়াদ ভাইকে আজ হেনস্তা করার চেষ্টা করেছে বাবুগঞ্জ বিএনপির লোকজন। এটা খুব খারাপ নজির স্থাপিত হইলো। ফুয়াদ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবো ইনশাআল্লাহ। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী। তিনি জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবেন। এক ফেসবুক পোস্টে হাদী বলেন, ব্যারিস্টার ফুয়াদ ভাইকে আজ (গতকাল) হেনস্তা করার চেষ্টা করেছে বাবুগঞ্জ বিএনপির লোকজন। এটা খুব খারাপ নজির স্থাপিত হইলো। ফুয়াদ ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবো ইনশাআল্লাহ।
জানা গেছে, গতকাল রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এসময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’ এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন—এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য