বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উঠান বৈঠক আয়োজন
গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড অফিসের সহযোগিতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক আয়োজন করে। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নে উঠান বৈঠকটি আয়োজিত হয়।
উক্ত সভায় চিফ লিগ্যাল এইড অফিসার (টাঙ্গাইল) জনাব আবু তাহের তাহসান উপস্থিত ছিলেন। উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সহযোগী অধ্যাপক ড. মো: ওমর ফারুক মুন্সীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. মো: ফারুক হোসাইন, প্রভাষক মো: রাকিবুল হাসান রনি, আসাদুজ্জামান সোহাগ এবং মো: জাহিদুল ইসলাম অয়ন। এছাড়াও গ্রাম আদালত প্রজেক্টের কো-অর্ডিনেটর, বেরীবাইদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং অর্ধশতাধিক সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় ড. মো: ওমর ফারুক মুন্সী বলেন বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্য হলো ন্যায়বিচারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল, সময়সাধ্য এবং অসহজলভ্য। বিকল্প বিরোধ নিষ্পত্তি আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সব পক্ষকে একটি মিমাংসার দিকে নিয়ে যায়।
চিফ লিগ্যাল এইড অফিসার (টাঙ্গাইল) জনাব আবু তাহের তাহসান তার বক্তব্যে তুলে ধরেন কিভাবে লিগ্যাল এইড অফিস বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখছে। সম্পূর্ণ বিনামূল্যে নিয়মিত বিবাদমান পক্ষেরা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় একটি সমাধানে পৌঁছাতে পারছে। জনাব আবু তাহের জোর প্রদান করেন যে সফল মধ্যস্থতার জন্য উভয় পক্ষের সমাধন করার একটি সৎ মানসিকতা থাকা প্রয়োজন।
সভার উন্মুক্ত আলোচনায় জনসাধারণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। উন্মুক্ত আলোচনা থেকে স্পষ্ট হয় যে নেতৃস্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকলেও জনসাধারণের কাছে এ বিষয়ক তথ্যের ঘাটতি রয়েছে। ড. মো: ওমর ফারুক মুন্সী জোর প্রদান করেন যে শুধু নেতৃস্থানীয় পর্যায়েই নয়, সাধারণ জনগণের কাছেও বিকল্প বিরোধ নিষ্পত্তির ধারণা পরিষ্কার হতে হবে। তাহলেই এই প্রক্রিয়ার উপযুক্ত সুফল পাওয়া যাবে।
এই সচেতনতামূলক কর্মসূচিটি উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কমিউনিটি আইনি সেবা ও সচেতনতা প্রকল্প গবেষণা প্রকল্পের অংশ। আইন বিভাগ আশা করে এর ধারাবাহিকতায় তারা আগামীতে এমন আরও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে থকবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য