‘বাবরি মসজিদ’ বিতর্কের মধ্যেই আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে জোটের পথে হুমায়ুন কবীর
এবার সাময়িক বহিষ্কৃত হওয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে কথা চালাচ্ছেন। তার দাবি, আসন্ন নির্বাচনে বিজেপি ও তৃণমূল—উভয়কেই ঠেকাতেই এই সম্ভাব্য রাজনৈতিক জোটের উদ্যোগ।
এদিকে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কয়েক ঘণ্টা পরই রোববার (০৭ ডিসেম্বর) বিরল নিরাপত্তার মধ্যেই এই রাজনৈতিক অবস্থান ঘোষণা করেন হুমায়ুন কবীর। অনুষ্ঠানটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিনেই আয়োজন করা হয়। দুপুরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর অনুষ্ঠিত হয় ভিত্তিপ্রস্তর স্থাপন।
কবীর দাবি করেন, হাজারো মানুষ এ অনুষ্ঠানে অংশ নেন, যার মধ্যে সৌদি আরব থেকে আসা দুইজন আলেমও ছিলেন। দিনভর স্থানীয়রা দল বেঁধে মসজিদের প্রস্তাবিত স্থানে ইট আনতে থাকেন। এ সপ্তাহের শুরুতেই প্রকল্পকে কেন্দ্র করে বিতর্কের জেরে কবীরকে টিএমসি থেকে বরখাস্ত করা হয়।
তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান বানচালের জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। যদিও পুলিশ ও প্রশাসন পুরোপুরি সহযোগিতা করেছে বলেও জানান। এই বিষয়টি কলকাতা হাইকোর্টেও ওঠে। আদালত নির্মাণে হস্তক্ষেপ করতে অস্বীকার করলেও রাজ্য সরকারকে আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার নির্দেশ দেয়।
টিএমসি ইতোমধ্যে কবীর ও তার প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। বরং দলটি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘সমাহতি দিবস’ পালনের ঘোষণা দিয়েছে। কংগ্রেস ও বিজেপির সঙ্গে অতীতে যুক্ত থাকা হুমায়ুন কবীর এখন এআইএমআইএমের সঙ্গে জোট আলোচনা চালিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য