নারী বিশ্বকাপ ফুটসাল
পর্তুগালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতলো ব্রাজিল
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো ফিফা নারী ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোববার (৭ ডিসেম্বর) আসরের ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে সেলেসাও নারীরা। পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতেছে ব্রাজিল।
ফিলিপাইনের মানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় এদিন হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে পর্তুগালের চেয়ে বল দখল কিংবা আক্রমণ সব জায়গাতেই এগিয়ে ছিল লাতিন আমেরিকার দেশটি।
ম্যাচের প্রথমার্ধে অন টার্গেটে ৪টি শট করেও কোনো গোলের দেখা পায়নি পর্তুগাল। অন্যদিকে ব্রাজিল প্রথমার্ধে অন টার্গেটে ৮ টি শট রেখেছে। যার মধ্যে একটিতে গোলের দেখা পায় তারা। ৯ মিনিট ৪৬ সেকেন্ডে ব্রাজিলকে প্রথম গোলটি এনে দেন এমিলি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ২২ মিনিট ২৫ সেকেন্ডে আমানদিনহার গোলে লিড বাড়ায় লাতিন আমেরিকার দেশটি। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। তবে কোনো সাফল্য পায়নি তারা। উল্টো ম্যাচের ৩৭ মিনিট ৫১ সেকেন্ডে দেবরা ভেনিন তৃতীয় গোলটি করেন।
ফাইনালে বেশিরভাগ সময় জুড়েই আধিপত্য ছিল ব্রাজিলের। পুরো ম্যাচে ৩৮ বার গোলের প্রচেষ্টা চালায় তারা। যার মধ্যে ১৬টি শট ছিল অন টার্গেটে। অন্যদিকে পর্তুগাল মাত্র ১৯ বার গোলের প্রচেষ্টা চালায়। তাদের ৭টি শট ছিল অন টার্গেটে। তাছাড়া ব্রাজিল ১১টি কর্নার পায়। বিপরীতে পর্তুগাল পায় ৬টি কর্নার।
এর আগে সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন। গোল্ডেন বুট অর্জন করেছেন এমিলি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য