ভোটের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে ভোটের দিন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে এসব তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, যান চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে অতীতে যেভাবে নির্দেশনা দেয়া ছিল, সেটিই বলবৎ থাকবে। অর্থাৎ, ২৪ ঘণ্টার জন্য টেক্সি ক্যাব, পিকআপ, মাইক্রো ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ৭২ ঘণ্টা। তবে আগের মতোই জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
তিনি বলেন, ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যান্য সময়ের মতো এদিন সাধারণ ছুটি থাকবে। তবে ভোটের দিন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকবে।
এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ব্যালট পেপার মুদ্রণের বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি, আমাদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। যথাযথ সময়ে ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এছাড়া সোমবার (৮ ডিসেম্বর) থেকে যে ব্যালট পেপার ছাপানো শুরু হবে, সেটি শুধু দেশের বাইরের পোস্টাল ব্যালটের অংশ।
তিনি বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটগ্রহণের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে পোস্টার-ব্যানার সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেবো। এরমধ্যে না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য