বিকেলেএনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

৭ ডিসেম্বর ২০২৫, ২:৪১:০৬

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ— এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে নতুন যে জোটের ঘোষণা আসতে যাচ্ছে, সেখানে গণ অধিকার পরিষদ থাকছে না বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। জোটের অন্য ২টি দল হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এদিকে দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷

এর আগে, নভেম্বরের শেষ দিকে একটি নির্বাচনী জোটের আলোচনা সামনে আসে। সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি জোট গড়ার আলোচনা শোনা গিয়েছিল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য