প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

খালেদা জিয়ার সুস্থতায় কামনায় ৩৭২ শিশু হাফেজের ১০০ বার কোরআন খতম

৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭:৪৮

ছবি: সংগৃহীত

এবার বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ২৫টি মাদ্রাসার ৩৭২ জন শিশু হাফেজের অংশগ্রহণে ১০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কোরআন খতম শেষে সেখানে দোয়ার আয়োজন করা হয়।

কোরআন খতম এবং দোয়ার আয়োজন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। এদিন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন।

অধ্যাপক নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য