সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি আমদানির অনুমতি দিচ্ছে সরকার। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ আগস্ট থেকে অদ্যাবধি যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।
দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
উল্লেখ্য, হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ইতোমধ্যে ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। সবমিলিয়ে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
এই অবস্থার মধ্যে গত সপ্তাহে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সরকার কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না। যদিও সরকারের এমন পদক্ষেপের সুযোগ নিচ্ছেন মজুতদাররা। এই অবস্থায় বাজারদর সহনীয় রাখতে রোববার থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ার কথা জানাল কৃষি মন্ত্রণালয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য