প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

দুর্ভিক্ষের সময় শেখ মুজিবুর রহমানের ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছিল: শাহরিয়ার কবির

৬ ডিসেম্বর ২০২৫, ৬:৩২:০৮

এবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে নারাজ। তাঁর মতে, শেখ মুজিবুর রহমান এই উপাধির যোগ্য নন। শুক্রবার (৫ ডিসেম্বর) এক বক্তব্যে নিজের পারিবারিক পটভূমি তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার কবির বলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাঁর নিজের দুই চাচা শহীদ হয়েছেন, লাশ পাওয়া যায়নি এবং তাঁর বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁদের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

শেখ মুজিবুর রহমানকে এই উপাধির অযোগ্য বলার কারণ হিসেবে ব্যারিস্টার শাহরিয়ার কবির বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ১৯৭৩ সালে বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানই প্রথম ভোট কারচুপি শুরু করেন। তিনি বলেন, ১৯৭৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়ানোর চেষ্টা করেন, তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ব্যারিস্টার কবিরের মতে, এই প্রক্রিয়াটি পরে শেখ হাসিনা গ্রহণ করেন।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় সাধারণ মানুষ যখন কষ্টে ছিল, তখন শেখ মুজিবুর রহমানের ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছিল। তিনি আরও অভিযোগ করেন, সে সময় তাঁর মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারতেন না এবং সে কারণে তাঁরা ‘বোতলমন্ত্রী’ নামে পরিচিত ছিলেন।

ব্যারিস্টার কবির অভিযোগ করেন, রক্ষী বাহিনী দ্বারা ২২ হাজার জাসদ কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সিরাজ সিকদারকে হত্যা করা হয়। তাঁর মতে, বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। এই সব কারণের কথা উল্লেখ করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য