আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইরান নয়, ইসরায়েলই বড় হুঁমকি: সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

৬ ডিসেম্বর ২০২৫, ৩:৩৯:২৮

এবার সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল ইরানের চেয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এদিকে প্রিন্স তুর্কি আল ফয়সালকে জানতে চাওয়া হয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কোন দেশ সবচেয়ে বড় হুমকি। জবাবে তিনি বলেন, “এই মুহূর্তে অবশ্যই ইসরায়েল।” তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ফলে ইরাটনের প্রভাব মধ্যপ্রাচ্যে কমে গেছে।

তিনি আরও বলেন, ইসরায়েল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। গাজা ও পশ্চিম তীরসহ লেবাননে, যেখানে যুদ্ধবিরতি আছে, সেখানেও ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। প্রিন্স তুর্কি আল ফয়সাল মনে করেন, এই দৃশ্য আঞ্চলিক শান্তির জন্য আশাব্যঞ্জক নয়। তার মতে, ইসরায়েল এই সমস্যার মূল উৎস এবং তাকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

যদিও প্রিন্স তুর্কি আল ফয়সাল সরকারি পদ থেকে অবসর নিয়েছেন, সৌদি বাদশাহর পরিবারে তার প্রভাব এখনও রয়েছে। তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, সৌদি আরব এখনও তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই এবং ইসরায়েলের কর্মকাণ্ডকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য