পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার
এবার মুন্সীগঞ্জে বসতঘরে পবিত্র কোরআন শরীফ আগুনে পুঁড়িয়ে পোড়া পৃষ্ঠাসহ ছাই পার্শবর্তী পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া এলাকা থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)। পরে দুই অভিযুক্তের স্বজন হোসনেয়ারা হাসনাত সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, ৩ দিন আগে (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তার আপন ভাই ও ভাতিজাকে কোরআন শরিফ পুড়িয়ে পৃষ্ঠা ও ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন। শুক্রবার তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে উঠে গ্ৰামবাসী। পরে শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।
এদিকে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে মামলাটি হয়েছে। অন্যদিকে, ঘটনাটির সাথে অন্য কোন যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হবে। আটককৃতদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য