ইউএনও হলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া
ছবি: সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ উপজেলায় যোগ দেন তিনি।
এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করেছেন সোহানিয়া।
২০১০ সালে লাক্স সুপারস্টার রিয়েলিটি শোয়ে অংশ নেন সোহানিয়া। এতে সেরা সাতের তালিকায় নির্বাচিত হয়েছিলেন। ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ ক্যাটাগরিতে পুরস্কারও জিতে নেন। তারপর শোবিজে কিছু কাজও করেছেন। কিন্তু নিয়মিত ছিলেন না। পড়ালেখার ব্যস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছিলেন এই সুন্দরী।
সোহানিয়া পড়ালেখা শেষ করে অংশ নেন বিসিএসে। ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন তিনি। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে নীলফামারীর ছয় উপজেলার মধ্যে তিন উপজেলাতেই রদবদল হয়েছে।
প্রসঙ্গত, সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা। মা সালমা সুলতানা গৃহিণী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন সোহানিয়া। আর ছোটবেলা থেকেই পড়ালেখায় মেধাবী ছিলেন তিনি। পাশাপাশি সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল তার। গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে পুরস্কারও লাভ করেছেন। কাবস্কাউট জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছেন। নাচেও দক্ষ ছিলেন।
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য