শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ণ

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে ১৩০ দেশী–বিদেশি প্রতিষ্ঠান

৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৯:১২
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৬ ডিসেম্বর শনিবার আয়োজিত করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ চাকরিমুখী আয়োজন ‘ ঢাকা ব্যাংক প্রেজেন্টস আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫’। তরুণ চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ উৎসব।

এ বছর দেশের বিভিন্ন খাতের প্রায় ১৩০টি স্বনামধন্য দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান উৎসবে অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ১২০০–এর বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালাবে। আইইউবিএটির শিক্ষার্থী ও গ্রাজুয়েটরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে অন-স্পট সিভি জমা, প্রাথমিক বাছাই এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

চাকরি–প্রত্যাশী তরুণদের জন্য এটি হবে প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের অনন্য সুযোগ, যেখানে তারা বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা ও ক্যারিয়ার প্রস্তুতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাবেন। দিনব্যাপী আয়োজনে ১০টি ক্যারিয়ার সেশন পরিচালনা করবেন অভিজ্ঞ এইচআর পেশাজীবীরা, পাশাপাশি অনুষ্ঠিত হবে শীর্ষ করপোরেট নেতৃবৃন্দকে নিয়ে একটি প্যানেল ডিসকাশন।

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটির আয়োজন করছে আইইউবিএটি প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিস, যারা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এবারের অনুষ্ঠানে টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। সহযোগিতায় রয়েছে এক্সেলেন্স বাংলাদেশ, আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দ্য ডেইলি স্টার,বণিক বার্তা, আজকের পত্রিকা , ডেইলি ক্যাম্পাস এবং বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে কোকা-কোলা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD