ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে যুক্তরাষ্ট্র, জেলেনস্কিকে বললেন ম্যাক্রোঁ
ছবি: সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে চলমান আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের ওপর সন্দেহ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি ইউরোপীয় নেতাদের সতর্ক করে বলেছেন, চুক্তির গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে ভূখণ্ডের প্রশ্নে ইউক্রেনকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে ওয়াশিংটন। মূলত ট্রাম্প প্রশাসনের প্রণয়ন করা যুদ্ধবিরতির পরিকল্পনা এই বিতর্কের কেন্দ্রে রয়েছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে ‘বেঈমানি’ করতে পারে বলে ইউরোপীয় নেতাদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জার্মান সাময়িকী ডের স্পিগেল–এর প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় নেতাদের সঙ্গে গত সোমবার এক ফোনালাপে এই সতর্কতা উচ্চারণ করা হয়। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার কূটনৈতিক উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
ডের স্পিগেল–এর হাতে থাকা ইংরেজি ট্রান্সক্রিপ্টে ম্যাক্রোঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তার স্পষ্টতা ছাড়াই ইউক্রেনের ভূখণ্ডসংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে বেঈমানি করতে পারে’। তিনি আরও বলেন, এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য ‘বড় ধরনের ঝুঁকি’ তৈরি হতে পারে।
ফোনালাপটি হয়েছে বলে কয়েকজন অংশগ্রহণকারী নিশ্চিত করলেও তারা গোপনীয়তার কথা বলে নির্দিষ্ট বক্তব্য নিশ্চিত করতে চাননি। তবে ফ্রান্সের প্রেসিডেন্সি দাবি করেছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ওই কথাগুলো বলেননি। এলিসি প্যালেস জানায়, ‘প্রেসিডেন্ট এভাবে কথা বলেননি’। তবে তিনি কী বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানানোর থেকেও বিরত থাকে প্যালেস।
ডের স্পিগেল জানায়, আলোচনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অস্বস্তি প্রকাশ করেন এবং জেলেনস্কিকে আসন্ন দিনগুলোতে ‘অত্যন্ত সতর্ক’ থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘তারা তোমার সঙ্গেও খেলা করছে, আমাদের সঙ্গেও’। এখানে ট্রাম্পের দুই দূত— স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের দিকে ইঙ্গিত করা হয়েছে।
খবরে বলা হয়, তারা রুশ প্রতিনিধিদের সঙ্গে মিলে যুদ্ধবিরতির একটি ২৮ দফা পরিকল্পনা খসড়া করেছেন। এর প্রাথমিক খসড়ায় ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়তে বাধ্য করা, সামরিক সক্ষমতা সীমিত করা এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করার মতো বিতর্কিত প্রস্তাবও রয়েছে।
পরে জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কূটনীতিকদের আলোচনার পর পরিকল্পনার কিছু অংশ সংশোধন করা হয়। এরপর গত মঙ্গলবার মার্কিন বিশেষ দূত উইটকফ এবং কুশনার মস্কোয় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। সেখানে প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার সংশোধিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য