প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

জুলাই-আগস্টে গণহত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৪ ডিসেম্বর ২০২৫, ১:৫৩:৪০

গত জুলাই-আগস্টে গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

একই মামলায় আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।

পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে। আগে থেকে পলক একাধিক মামলায় কারাগারে রয়েছেন। একইসঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেয়া হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য