ভারতের বর্বরতার প্রতিবাদে আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ
এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যা করে লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে বিএসএফ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
এ বিষয়টিকে ভারতের বর্বরতা আখ্যা দিয়ে এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে নেতারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদের আবার নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। এর প্রতিবাদে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকিরের সভাপতিত্বে বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য