শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

রাজাকার-আলবদরদের জন্য আ.লীগই ‘উপযুক্ত’ ছিল: মির্জা আব্বাস

৪ ডিসেম্বর, ২০২৫ ১২:২৫:০০
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি ইঙ্গিত করে বলেছেন, আওয়ামী লীগকে ‘অসভ্য দল’ বলা যায়, কিন্তু রাজাকার ও আলবদরদের জন্য আওয়ামী লীগই ‘উপযুক্ত দল’ ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “কারও কারও বক্তব্য এমন পর্যায়ে গেছে যে ভোট না দিলে জান্নাত–জাহান্নামের কথা বলা হচ্ছে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।”

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ব্যক্তিরা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল উল্লেখ করে আব্বাস বলেন, *“তারা তখন দেশের মানুষ ও নারীদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে। তারা কি এমন বাংলাদেশ চেয়েছিল?”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ একটা অসভ্য দল। কিন্তু তাদের জন্যই আওয়ামী লীগ ঠিক ছিল, কারণ তারা সভ্যতার সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই তাদের কণ্ঠস্বর এত উঁচু।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD