প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারালেন শাকিব খান

১ ডিসেম্বর ২০২৫, ১:৫৫:২৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান। মালিকানার অংশীদার হওয়ায় দল গঠন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তার সরাসরি সম্পৃক্ততা ছিল। ফলে দল এবং পুরো টুর্নামেন্টেই ছিল তার উপস্থিতির প্রভাব।

তবে নতুন মৌসুমে সেই চিত্র বদলে গেছে। বিসিবির সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হলেও এবার শাকিব খান আর ফ্র্যাঞ্চাইজিটির কোনো পদ বা মালিকানায় থাকছেন না। এমন তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ।

এদিকে আজ বিকেল ৪টায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে বিপিএল ২০২৫-২৬ আসরের প্লেয়ার ড্রাফট। এবারের নিলামে অংশ নেবে ছয়টি দল ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য