বাংলাদেশ তাবলীগ জামাতের নতুন আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ তাবলীগ জামাতের নতুন আমির হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। রোববার (৩০ নভেম্বর) ইন্দোনেশিয়ার ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী আলমি মাশওয়ারায় নতুন আমির নির্বাচন করেন।
তবে বাংলাদেশের শুরা হযরত প্রফেসর ইউনুস সিকদার আমিরের অধীনে শুরা হিসেবে থাকবেন এবং আমিরকে সহযোগিতার জন্য কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ সাহেব ও হাফেজ ওজিউল্লাহকে শুরা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই মাশওয়ারায়।
সৈয়দ ওয়াসিফুল ইসলামকে দীর্ঘদিন পর তাবলীগ জামাত বাংলাদেশের আমির মনোনীত করায় তাবলীগের সাথীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তিনি ১৯৯৯ সাল থেকে তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শূরা ও কাকরাইল মসজিদের শীর্ষ মুরুব্বি ছিলেন। সৈয়দ ওয়াসিফুল ইসলাম তাবলীগের কাজে বিশ্বের শতাধিক দেশ সফর করেছেন। তিনি দিঘর্দিন ধরে তাবলীগ জামাত বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুরুব্বি ও একজন বিশ্ব নন্দিত দাঈ হিসাবে সর্ব মহলে ব্যাপক পরিচিত।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ইজতেমায় শরিক হওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রায় ১ হাজার ৫০০ তাবলীগের বিভিন্ন স্থরের দায়িত্বশীলগন বর্তমানে ইন্দোনেশিয়ায় উপস্থিত আছেন। এর আগে এই তাবলীগ জামাতের বিশ্বব্যাপী এই মাশওয়ারা বাংলাদেশের বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হত। মাওলানা সাদ কান্ধলভী বিরোধীতারমুখে বাংলাদেশে না আসায় তাবলীগের এই আলমী মাশওয়ারা এ বছর ইন্দোনেশিয়া ইজতেমায় অনুষ্ঠিত হয়েছে। ইন্দোনেশিয়া ইজতেমার সমাপনী দিনে তাবলীগের আলমী মাশওয়ারায় কয়েকটি দেশের তাবলীগ জামাতের নতুন আমির ঠিক করা হয়। তখন বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশের আমির হিসাবে সৈয়দ ওয়াসিফুল ইসলামের নাম ঘোষনা করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য