জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় চাঁন মিয়া (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের সময় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এ নিয়ে ৫ দিনের জোড় ইজতেমায় এসে ২ মুসল্লির মৃত্যু হলো।
মৃত চাঁন মিয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বগারপাড় এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। চাকরির সুবাদে তিনি নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় ভাড়া থাকতেন।
জানা গেছে, ইজতেমায় এসে শুক্রবার জুমার নামাজের সময় স্ট্রোক করেন চাঁন মিয়া। ওই সময় তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমা মাঠ সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুমার নামাজের সময় স্ট্রোক করে ওই মুসল্লির মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে ইজতেমা ময়দানে মো. নুর আলম (৮০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার বাদ জুমা ইজতেমা ময়দানেই নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা নুর আলমের জানাজা সম্পন্ন হয়।
উল্লেখ্য, তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার জোড় পর্ব শুরু হয়। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫ দিনের এই জোড় ইজতেমা শেষ হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য