বিপিএলের নিলাম থেকে বাদ পড়ে মুখ খুললেন সৈকত
ছবি: সংগৃহীত
তিন দফা পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। তার আগে গত বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল এমন নয় ক্রিকেটারকে বাদ দিয়ে তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে নিলামের তালিকায় ছিলেন সাত ক্রিকেটার।
ওই তালিকায় সবচেয়ে বড় নাম এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিপিএলের একাদশ আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। এবারের বিপিএল নিলামের জন্য চূড়ান্ত তালিকায় ক্রিকেটারদের বাদ দেওয়া নিয়ে ওই সময় আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। তবে ফিক্সিং সন্দেহেই তারা নিলামে নেই সেটা বলার আর অপেক্ষা রাখে না।
২০১৫ সাল থেকেই নিয়মিত বিপিএল খেলেছেন মোসাদ্দেক। কিন্তু এবারের নিলামে নিজের নাম না থাকা নিয়ে যেন অবাকই হয়েছেন তিনি। বিপিএলের নিলাম থেকে বাদ পড়া নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মোসাদ্দেক বলেন, ‘আমি ড্রাফটে যখন নিজের নাম নেই দেখলাম স্বাভাবিকভাবে অবাক হয়েছি। ফেসবুকে এবং গণমাধ্যমেও দেখলাম আমাদের অভিযুক্ত করা হচ্ছে।’
এদিকে ২০২২ সালের পর জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ। যেখানে ৪ টেস্ট, ৪৩ ওয়ানডে এবং ৩৩ টি-টোয়েন্টিতে মোট ১১৯৬ রান ও ৩৫ উইকেট শিকার করেছেন তিনি। জাতীয় দলকে নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন তিনি। কিন্তু বিপিএল নিলাম থেকে বাদ পড়ে এখন বিসিবির সাথে যোগাযোগ করতে গিয়েও কারো সাড়া পাচ্ছেন না তিনি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সবার আগে আমি বিসিবির সাথে যোগাযোগ করেছিলাম সবাইকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেনি। তারা রেসপন্স না করলে আমরা আসলে বুঝবো কীভাবে। সবাইকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেনি। আমার মেইন পদক্ষেপ হচ্ছে কেন ড্রাফটে রাখা হয়নি সেটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করা। বিসিবির সঙ্গে কথা বলার পর আমি এটা নিয়ে কথা বলতে পারব।’
প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। যেখানে বাদ পড়েছেন ৮ জন– এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য