ওয়ালটন নাম ব্যবহার করে উপহারের স্ক্যাম লিংক, প্রতারণা থেকে সাবধান
ছবি: সংগৃহীত
শতভাগ সততা আর স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ব্র্যান্ড ইমেজ, করপোরেট কালচার আর জনপ্রিয়তায় এখন শীর্ষে দেশের ‘সুপারব্রান্ড‘ ও টেক জায়ান্ট ওয়ালটন। এসব কারণে জনপ্রিয় এই ব্র্যান্ডের যেকোনো বিষয়ই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চ্যানেলে ওয়ালটনের নাম ব্যবহার করে কিছু স্ক্যাম লিংকের মাধ্যমে একটি প্রতারক চক্র লোভনীয় উপহার ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ প্রসঙ্গে ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, এই ধরনের কার্যক্রমের সঙ্গে ওয়ালটন কোনোভাবেই সম্পৃক্ত নয়। এমতাবস্থায়, সবার আর্থিক ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তার স্বার্থে ওয়ালটন সম্পর্কিত যেকোনো অফার বা তথ্য শুধুমাত্র আমাদের হেল্পলাইন নম্বর, ওয়েবসাইট কিংবা ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে জেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাশাপাশি, কোনো তথ্যের জন্য আগ্রহীরা আমাদের হেল্পলাইন নম্বর ১৬২৬৭ এ (সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত) যোগাযোগ করতে পারেন।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ জানান, ওয়ালটন যদি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য কোনো উপহার ক্যাম্পেইন চালু করে তাহলে তা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের মাধ্যমেই জানিয়ে দেয়া হয়। সেক্ষেত্রে মূল ধারার গণমাধ্যম লক্ষ্য করলে সঠিক তথ্য পাবেন। উপহার দেয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে এবং তা প্রদান করলে সেই দায় ওয়ালটন নেবে না। মিথ্যা প্রলোভন ও প্রতারণার ফাঁদে না পড়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য