প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

বিচ্ছেদ হলেও আমাদের বন্ধুত্ব থাকবে: মাহি

১৮ মার্চ ২০২৪, ১১:২১:৫২

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই। মাহি জানিয়েছেন, রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে তার। তবে বিচ্ছেদ হলেও নিজেদের মাঝে বন্ধুত্ব থাকবে।

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। যদিও আমরা দুজনেই চেষ্টা করেছি একসঙ্গে থাকার। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো।’ মাহি আরও বলেন, ‘যেহেতু সে ফারিশের বাবা এবং এখনো তার সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। তার সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু সে ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’

এর আগে ফেসবুকে দেয়া ভিডিওবার্তায় এ তারকা বলেছিলেন, আমরা দু’জন মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। তবে রকিব খুবই ভালো একজন মানুষ। আমি সম্মান করি তাকে। সে খুব কেয়ারিং। আমরা দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। সেটা কীভাবে হবে তাও দু’জন মিলেই ঠিক করব।

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য