৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৮০৭ জন
ফাইল ছবি
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসি জানায়, ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে এ বছর চূড়ান্তভাবে ১,৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ৩০ নভেম্বর। এরপর ২০২৩ সালের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।
মোট ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন, অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭.২৪ শতাংশ।
পিএসসি জানিয়েছে, চূড়ান্ত ফল প্রকাশের পর সুপারিশপ্রাপ্তদের পরবর্তী ধাপের সব কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য