শিক্ষার্থীদের ইআরপি ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে আইইউবিএটি ও ওডুর মধ্যে সমঝোতা স্বারক সই
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের ইআরপি ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ওপেন সোর্স ইআরপি সফটওয়্যার প্রতিষ্ঠান ওডু । মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই চুক্তিতে সহযোগিতা করেছে বাংলাদেশে ওডুর সিলভার পার্টনার মেটামরফোসিস লিমিটেড। এর ফলে আইইউবিএটির শিক্ষার্থীরা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি আধুনিক ইআরপি সফটওয়্যার ও বিজনেস ম্যানেজমেন্ট টুলস ব্যবহারের সুযোগ পাবেন, যা তাঁদের পেশাগত জীবনে এগিয়ে রাখবে।
সমঝোতা স্বারক সাক্ষরে আইইউবিএটি এর পক্ষ থেকে সাক্ষর করেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন মোজাফফর আলম চৌধুরী। সঙ্গে ছিলেন অনুষদটির কোঅর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার। অনুষ্ঠানে ওডু মিডল ইস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব এডুকেশন (মেনা ও সিসিএ) কেভিন ফারাহ এবং এডুকেশন কনসালট্যান্ট সাহার দাহশা। মেটামরফোসিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিওও সাদিক এম আলম এবং বিজনেস কমিউনিকেশন ম্যানেজার মো. আলিমুজ্জামান নয়ন।
দিনব্যাপী আয়োজনের শুরুতে প্রতিনিধিদলের সদস্যরা আইইউবিএটির কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
চুক্তি স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে শিক্ষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই সমঝোতার আওতায় পাঠ্যক্রমে ওডুর সফটওয়্যার অন্তর্ভুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে পারবেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবে।
শিক্ষার্থীদের ইআরপি ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ওপেন সোর্স ইআরপি সফটওয়্যার প্রতিষ্ঠান ওডু । মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই চুক্তিতে সহযোগিতা করেছে বাংলাদেশে ওডুর সিলভার পার্টনার মেটামরফোসিস লিমিটেড। এর ফলে আইইউবিএটির শিক্ষার্থীরা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি আধুনিক ইআরপি সফটওয়্যার ও বিজনেস ম্যানেজমেন্ট টুলস ব্যবহারের সুযোগ পাবেন, যা তাঁদের পেশাগত জীবনে এগিয়ে রাখবে।
সমঝোতা স্বারক সাক্ষরে আইইউবিএটি এর পক্ষ থেকে সাক্ষর করেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন মোজাফফর আলম চৌধুরী। সঙ্গে ছিলেন অনুষদটির কোঅর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার। অনুষ্ঠানে ওডু মিডল ইস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব এডুকেশন (মেনা ও সিসিএ) কেভিন ফারাহ এবং এডুকেশন কনসালট্যান্ট সাহার দাহশা। মেটামরফোসিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিওও সাদিক এম আলম এবং বিজনেস কমিউনিকেশন ম্যানেজার মো. আলিমুজ্জামান নয়ন।
দিনব্যাপী আয়োজনের শুরুতে প্রতিনিধিদলের সদস্যরা আইইউবিএটির কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
চুক্তি স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে শিক্ষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই সমঝোতার আওতায় পাঠ্যক্রমে ওডুর সফটওয়্যার অন্তর্ভুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে পারবেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য