শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ

লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে দুই সহযোগীসহ ছাত্রদল নেতা আটক

২৫ নভেম্বর, ২০২৫ ৫:৫০:৩৪

এবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে দুই সহযোগীসহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়ন আটক হয়েছে।আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে আটক নয়ন রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অপর দুইজনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে ও ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড তাদেরকে আটক করে।

রামগতি উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়নসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কোস্টগার্ড ৩ জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছেন। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD