সাপের কামড়ে ভয়ে আঙুল কেটে ফেললেন! পরে ডাক্তাররা জানালেন-সাপটি বিষধরই ছিল না
এবার চীনে এক ব্যক্তি সাপে কামড় দেওয়ার পর মৃত্যুভয়ে নিজের আঙুল নিজেই কেটে ফেলেছেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা জানালেন—সাপটি মোটেও বিষধর ছিল না। ScienceAlert–এর প্রতিবেদনে বলা হয়েছে, ঝেজিয়াং প্রদেশের শাংইউ জেলায় নিজের ক্ষেতে কাজ করছিলেন ৬০ বছর বয়সী কৃষক ঝ্যাং। এ সময় একটি সাপ তার আঙুলে কামড় দেয়।
তিনি মনে করেন, এটি সেই কুখ্যাত ‘ফাইভ-স্টেপ স্নেক’, যাকে নিয়ে প্রচলিত আছে—এই সাপ কামড়ালে পাঁচ পা হাঁটার আগেই মানুষের মৃত্যু হয়। এই আতঙ্কে ঝ্যাং ভাবেন, বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগেই আঙুল কেটে ফেলতে হবে। মুহূর্তের মধ্যে তিনি নিজের আঙুল কেটে ফেলেন এবং দ্রুত হাসপাতালে ছুটে যান।
এদিকে হাসপাতালে পৌঁছে চিকিৎসকেরা কামড়ের চিহ্ন পরীক্ষা করে নিশ্চিত করেন যে সাপটি একেবারেই বিষধর নয়। Fox News জানিয়েছে, চিকিৎসকদের মতে, ঝ্যাং যে ভয় পেয়ে নিজের আঙুল কেটেছেন, তা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। সাপটি তার জীবনের কোনো ঝুঁকি তৈরি করেনি।
এই ঘটনা দেখিয়ে দিয়েছে—বন্যপ্রাণী সম্পর্কে ভুল ধারণা ও কুসংস্কার মানুষকে কতটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে যেখানে সাপ নিয়ে নানা মিথ প্রচলিত রয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য