বিয়ে করতে যাওয়ার সময় ট্রাকচাপায় বরের মৃত্যু
ছবি: সংগৃহীত
বিয়ে করতে যাচ্ছিলেন বর। আনন্দ করতে করতে সঙ্গে যাচ্ছিলেন বরযাত্রীরা। কিন্তু সেই আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। মূলত বিয়ে করতে যাওয়ার পথে বরের শরীর খারাপ লাগায় গাড়ি থেকে নেমে রাস্তার ধারে বমি করছিলেন বর।
আর তখনই বাঁধে বিপত্তি। উল্টো দিক থেকে এসে পিষে দেয় ট্রাক। এই ঘটনায় কয়েক মুহূর্তের ব্যবধানে বিয়ে তথা উৎসবের পরিবেশ শোকের আবহে রূপ নেয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপতে। খবর এনডিটিভি
নিহত ওই বরের নাম সুবোধ কুমার। তিনি স্থানীয় পিচকোরা গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুবোধ গাড়ি থেকে নেমে বমি করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ট্রাকটি কয়েক মিটার তাকে টেনে নিয়ে যায় এবং পরে পালিয়ে যায়।
সঙ্গে সঙ্গে অতিথিরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বিনাউলি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে মামলা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় কনের পরিবারও শোকে ভেঙে পড়েছে। এছাড়া সুবোধ ছিলেন পরিবারের একমাত্র ছেলে। যে রাতে দুই পরিবারের আনন্দে মেতে ওঠার কথা ছিল, সেই রাতই পরিণত হয়েছে গভীর শোকের রাতে।
সুখপাল সিং নামে এক স্বজন জানান, বমি করার জন্য গাড়ি থেকে নেমেছিলেন সুবোধ, তখনই ট্রাকটি তাকে চাপা দেয়।
জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজ সিং বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত সুবোধকে হাসপাতালে আনা হয়। তবে তাকে ভর্তি করার সময় তার বেঁচে থাকার কোনও লক্ষণ ছিল না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য