বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান কাম্য নয়: কাদের সিদ্দিকী
ফাইল ছবি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে যেভাবে অপমান, অপদস্থ করা হয়েছে, আমি মনে করি এটা আমাকেও করা হয়েছে। আমি মনে করি, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। সে যেই দলেরই হোক, বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয়।’ রবিবার (২৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে মুঠোফোনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের অসৌজন্যমূলক কথাবার্তা ও গালাগাল করার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই প্রতিবাদ জানিয়ে আযম খানের বিচার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান ও টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আবু তালেব মিয়াসহ প্রমুখ।
প্রসঙ্গত, ছড়িয়ে পড়া অডিওটি এআই দিয়ে বানিয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য