শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

২৩ নভেম্বর, ২০২৫ ৮:০৭:৫৬
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। রোববার সন্ধ্যা ৭টার পর রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হবেন তিনি।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হওয়ায় আজই হাসপাতালে নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে।

এর আগে, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর তাকে কয়েক দফা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD