বাস দুর্ঘটনায় নিহত ভারতীয় ওমরাহ যাত্রীদের জানাজা মদিনায় অনুষ্ঠিত

২৩ নভেম্বর ২০২৫, ৫:৪৫:০৭

চলতি মাসের গত সপ্তাহে সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৪০-এর বেশি ভারতীয় ওমরাহ যাত্রীদের শনিবার (২২ নভেম্বর) জানাজা অনুষ্ঠিত হয়েছে। মদিনার মসজিদে নববি এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়। জানাজার নামাজ পরিচালনা করেন শাইখ আব্দুল বারি থুবাইটি। জানাজার সময় বহু মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। পরে নিহতদের দাফন করা হয় ‘জান্নাতুল বাকি’, মসজিদের পার্শ্ববর্তী ঐতিহাসিক কবরস্থানে।

এদিকে দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে, যখন ওমরাহ যাত্রীরা মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। তাদের বাস একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়, যা থেকে কেবল একজনই বেঁচে যান। সৌদি ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।

তেলঙ্গানার সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি.সি. সাজ্জান এই দৃশ্যকে ‘হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন যে নিহতদের মধ্যে অনেকেই দুটি বড় পরিবারের সদস্য ছিলেন। এই মর্মান্তিক ঘটনা ভারতের, বিশেষ করে হায়দ্রাবাদের বড় ওমরাহ কমিউনিটির মধ্যে ব্যাপক শোক সৃষ্টি করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, তিনি ‘গভীরভাবে দুঃখিত’ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য